২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল ( বিসিআরসি)র মৌসুমী ফল উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: জুলাই ২৭, ২০২৫

স্টাফ রিপোর্টার ঃঃ  শনিবার ( ২৬ জুলাই-) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের মৌসুমী ফল উৎসব, আলোচনা সভা, শিশু চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউট ( আইডিইবি) মিলনায়তনে। সংগঠনের সভাপতি আলী আশরাফ আখন্দ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত “ফল উৎসব ও আমাদের সংস্কৃতি ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, অনুষ্ঠান উদ্বোধন করেন বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টুরিস্ট পুলিশের ময়মনসিংহ রিজিয়ন পুলিশ সুপার নাঈমুল হক পিপিএম, বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ, চলচ্চিত্র পরিচালক শাওন আশরাফ, ডাক্তার আমিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মেনন চৌধুরী, বিজনেস ডাইজেস্ট সম্পাদক শহিদুল্লাহ প্রিন্স প্রমুখ। বিসিআরসির সাধারণ সম্পাদক শাহেদ আহমেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফেজ এস এম মহিউদ্দিন, অর্থ সম্পাদক আনোয়ারুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুন আশরাফ, নটরাজ এন এ পলাশ, রাকিব নেওয়াজ মুকুল প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ফল উৎসব উপলক্ষে দুইশত শিশুর চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাদের মধ্য থেকে ২৫ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রায় দুই শত শিশুকে নিয়ে ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের উদ্যোগে মৌসুমী ফল খাওয়ানো হয়। অনুষ্ঠানের শুরুতে উত্তরা মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয় ও আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।

172 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন