২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বাবুগঞ্জ উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন

আপডেট: অক্টোবর ২৮, ২০২৫

শাহজাহান খান বাবুগঞ্জ থেকে :দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন বাবুগঞ্জ উপজেলা যুবদল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় যুবদল এ উপলক্ষে দৃষ্টিনন্দন একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাবেক যুবদলের সহ-সভাপতি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. তসলিম উদ্দিন।বিশেষ অতিথি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়দুল হক ,সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ন আহবায়ক ইশতিয়াক আহমেদ ভিপি জুয়েল, যুগ্ম আহ্বায়ক মাহামুদ হাসান লিমন,উপজেলা যুবদলের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন