আপডেট: নভেম্বর ১৬, ২০২৫

বিজয় নিউজ : : বেপরোয়া মোটরসাইকেলে প্রাণ গেল শহীদ হাওলাদারের। হোন্ডা ড্রাইভার বাচ্চু কাজির পুত্র নাফিজ কাজীর বেপরোয়া ভাবে হোন্ডা চালিয়ে শহীদ এর উপর উঠিয়ে দেয়। তাৎক্ষণিক তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
১৫ নভেম্বর শনিবার বেলা দশটার দিকে শহীদ হাওলাদার কালিকাপুরে নিজ বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। বেপরোয়া গাড়ি চালক নাফিজ গাড়িটি শহীদ হাওলাদের উপর উঠিয়ে দেয়। তাৎক্ষণিক তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা তাকে প্রথম হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। পরবর্তীতে অবস্থার অবনতি দেখে চিকিৎসক ঢাকায় পাঠিয়ে দেয়। পথিমধ্যে শহীদ হাওলাদার এর মৃত্যু হয়। নাফিজ পরিবার প্রভাবশালী হাওয়ায় আইনি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে মৃত শহীদ হাওলাদার পরিবার। এমন দাবি ইসমাইল হাওলাদার ও তার পরিবারের।
ইসমাইল হাওলাদার পরিবার হিজলা থানায় বিষয়টি অবহিত করলে গায়ে মাখছে না প্রশাসন।
হিজলা থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, তাদের কাছে কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি। তবে বিষয়টি দেখবেন। এমন আশ্বাস থানা কর্তৃপক্ষের।