২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে বাবুগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট: নভেম্বর ২৬, ২০২৫

শাহজাহান খান বাবুগঞ্জ থেকে : দীর্ঘ এক বছর পর বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল হককে ফুলেল শুভেচ্ছা ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বর্ণিল সংবর্ধনা দিয়েছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ওবায়দুল হকের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার জেরে কেন্দ্রীয় যুবদল তাকে দল থেকে বহিষ্কার করে। এরপর থেকেই নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। শেষ পর্যন্ত দীর্ঘ তদন্ত ও বিভিন্ন পর্যায়ের যাচাই–বাছাই শেষে সোমবার ২৪ নভেম্বর কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তের ভিত্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়তেই বাবুগঞ্জে যুবদল নেতাকর্মীদের মধ্যে স্বস্তি,ফিরেআসে।মঙ্গলবারবিকেলে,শতাধিক,মোটরসাইকেলের বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদর প্রদক্ষিণ করে তাকে শুভেচ্ছা জানায়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিটের যুবদল নেতাকর্মীরা ফুলের তোড়া, ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।

সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত ওবায়দুল হক বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, সত্যের জয় হয়েছে। দল আমাকে যে সম্মান ফিরিয়ে দিয়েছে, আমি এর জন্য কৃতজ্ঞ। ভবিষ্যতে সংগঠনের জন্য আরো শক্তভাবে কাজ করবো।
উপজেলা যুবদলের সিনিয়ার ১ নং যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রাফিল এবং যুগ্ন আহবায়ক,ইশতিয়াক আহমেদ ভিপি জুয়েল তারা উভয় বলেন , ওবায়দুল হককে আবার দলে ফিরে পাওয়ায় তারা সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশা করছেন।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন