৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হলফ নামায় অর্থ আর মামলায় এগিয়ে  সরোয়ার- শিক্ষক ফয়জুল করিম( চরমোনাই পীর) স্ত্রীর আছে ১৮৭ ভরি স্বর্ণ

আপডেট: জানুয়ারি ১, ২০২৬

স্টাফ রিপোর্টার,ঃ  ॥  বরিশাল -৫ আসনটি নিয়ে তীক্ষত দৃষ্টি দেশের রাজনীতিবীদিদের। বিএনপি থেকে মজিবর রহমান সরোয়ার মনোনয়ন পেলেও ইসলামিক ৮দল ( বর্তমানে ১১) এ আসনটিকে কেন্দ্র করে ভাঙ্গনের দ্বারপ্রান্তে। ইসলামী আন্দোলন এবং জামায়াতে ইসলামীসহ ১০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনে দাখিল করা এদের হলফ নামায় উঠেে এসেছে প্রার্থীদের আর্থিক ও পেশাগত বিষয়টি। নিজশ্ব অর্থ সম্পদে সবার থেকে এগিয়ে বিএনপির মজিবর রহমান সরোয়ার। তবে তিনি মামলার ক্ষেত্রেও সবার চেয়ে এগিয়ে। জামায়াত ইসলামীর এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল অর্থ বিত্তে অপর প্রার্থীদের চেয়ে পিছিয়ে। ইসলামী আন্দোলনের ফয়জুল করিমের চেয়ে তার স্ত্রীর সম্পদ কয়েকগুন বেশি।

হলফনামা বিশ্লেষণ করে দেখা যায় বিএনপি মজিবর রহমান সরওয়ারের বিরুদ্ধে এখনও ৯টি মামলা বিচারধীণ। নিস্পত্তি হয়েছে ১৪টি মামলার। তিনি তার বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ টাকা, অস্থাবর সম্পদ ৮ কোটি ৬৬ হাজার টাকার, স্থাবর সম্পত্তি ৩ কোটি ৩৫৯ লাখ টাকা, বর্তমানে একাউন্টে আছে ২ কোটি ২৪ লাখ টাকা, আয়কর রিটার্নের সময় আয় ৪০ লাখ ২৫ হাজার এবং সম্পত্তি ১১ কোটি ৩৭ লাখ ৬০ হাজার, আয়কর দিয়েছেন ৯ লাখ টাকা। সরওয়ার নিজেকে একজন ব্যবসায়ী হিসাবে উল্লেখ করেছেন।

জামায়াতে ইসলামী এ আসন থেকে তাদের প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলালকে। হেলালের নামে কোন মামলা নেই। -ব্যাংকে ১ লাখ ৩ হাজার টাকা, বার্ষিক আয় ৪ লাখ ৯০ হাজার টাকা।

ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের নামে তিনটি- মামলা বিচারধীণ রয়েছে। পেশা শিক্ষকতা, শিক্ষকতা হিসাবে তিনি বার্ষিক বেতন পান ৭ লাখ ৬ হাজার টাকা।

দলের সিনিয়র নায়েবে আমির শায়খ চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম স্ত্রীর ১৮৭ ভরি স্বর্ণালংকার রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন। এটি উপহার হিসাবে পাওয়া বলে হলফনামায় উল্লেখ করেছেন। এর পাশাপাশি তার স্ত্রীর ৭ লাখ ২০ হাজার নগদ টাকা ও বিভিন্ন খাতে ৩ কোটি ৪১ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ রয়েছে।
তবে ফয়জুল করিম অস্থাবর সম্পত্তি হিসেবে হাতে নগদ ৩১ লাখ ১২ হাজার ৪৭ টাকা থাকলেও তার ব্যাংকে জমা রয়েছে মাত্র ১ হাজার ১৭৬ টাকা। পাশাপাশি তার স্ত্রীর অ্যাকাউন্টে কোনো টাকা নেই দেখিয়েছেন। স্ত্রীর ১৮৭ ভরি স্বর্ণালংকার উপহার হিসেবে পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

120 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন