আপডেট: জানুয়ারি ২০, ২০২৬
মো: আলীনুর ইসলাম নয়ন, উজিরপুর ঃঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামে হত্যা মামলার আসামিরা দলবল নিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থীসহ এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। এ ঘটনায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামের সরকারি কার্পেটিং রাস্তা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একমাত্র চলাচলের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ওই রাস্তাটি ব্যবহার করে স্থানীয় স্কুল, মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা যাতায়াত করেন। তবে সম্প্রতি হত্যা মামলার আসামি সুভাষ রায় ও তার সহযোগী স্বপন রায়, তপন রায় (ধামু), রথিন রায়, রিপন রায় ও সুমন রায় জোরপূর্বক রাস্তায় বেড়া দিয়ে চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়।
এর ফলে শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।
এ ঘটনায় গত ২০ জানুয়ারি শিবপুর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম শেখ বাদী হয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা’র বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী আমিনুল ইসলাম শেখ সাংবাদিকদের জানান, অভিযুক্ত সুভাষ রায় ও তার সহযোগীরা এলাকায় হত্যা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের ভয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে মুখ খুলতে সাহস পাননি।
এ বিষয়ে অভিযুক্ত সুভাষ রায়ের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
এলাকাবাসী অবিলম্বে সরকারি রাস্তা চলাচলের উপযোগী করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
এ প্রসঙ্গে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।