আপডেট: জানুয়ারি ২১, ২০২৬

ফকির সাইফুল ইসলাম ::: খোজ মিলছে হিজলার গলাকাটা লাশের। বরিশালের হিজলায় পরকীয়ার জেরে মো. আমির হোসেন (৩৫) নামে এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এমন দাবি করছেন পরিবার। এ ঘটনায় নিহতের স্ত্রী খোদেজা বেগমকে হিজলা নৌপুলিশ হেফাজতে নিয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌপুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল। তদন্তের স্বার্থে এখনই কোন মন্তব্য করতে রাজি হননি ওসি গৌতম। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা করেনি পরিবার।
এর আগ গত ১৮ জানুয়ারি রাতে উপজেলার বড় জ্বালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের মেঘনা নদীর পাড়ে গলা কেটে হত্যা করা হয় মো. আমির হোসেনকে। আমির হোসেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের চরখালিশা গ্রামের স্বপন হাওলাদারের ছেলে। নিহতের মরদেহ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলাম এর নিকট হস্তান্তর করা হয়েছে। এমনটাই জানিয়েছেন ওসি গৌতম।
হিজলা নৌপুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, যুবকের লাশ উদ্ধার করা হয়েছিল, সেই ঘটনায় নিহতের স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
জানা যায়, ১১ বছর আগে আমির হোসেনের সঙ্গে একই গ্রামের বিল্লাল আকনের মেয়ে খোদেজা বেগম বিয়ে হয়। তাদের ঘরে দুইটি সন্তান রয়েছে।

আমির হোসেনের ভাই শরীফ হাওলাদার জানান, মুন্সীগঞ্জের গনকবাজার এলাকার পাশাপাশি খাবারের হোটেলে কাজ করতো আমির ও খোকন। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। বাড়িতে যাতায়াতের সুবাদে খোকনের সঙ্গে আমিরের স্ত্রীর দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে পরিবারে অশান্তি হয়। আমার আব্বাকে ফোন দিয়ে একাধিকবার আমার ভাই এ কথা জানিয়েছিল।
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে পরিবারের সদস্যরা বলেন, একজন ভালো মানুষকে বিশ্বাসঘাতকতার বলি হতে হয়েছে। আমরা সরকারের কাছে ন্যায়বিচার চাই।