আপডেট: জুলাই ২১, ২০১৯
‘শিশু ও নারীদের প্রতি যৌন সহিংসতার’ বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সং¯’া বন্ধন স্যোশাল ডেভলপমেন্ট প্রজেক্টের উদ্দ্যোগে রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রকল্পের প্রোগ্রাম অফিসার জাহিদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রবীন শীষ। বক্তব্য দেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর সমন্বয়কারী শাকিলা ইসলাম, ইয়ং বাংলার রেজানুল হক, এ্যাকশন এইড বাংলাদেশের এজেডএম মৌসুমী ইসলাম সহ। সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা এই অপরাধের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবি জানান।