১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বাংলাদেশ-ভারত টেস্টে আমন্ত্রিত সংখ্যা বাড়ালেন সৌরভ

আপডেট: নভেম্বর ১, ২০১৯

স্পোর্টস ডেস্ক::  ইতিমধ্যেই দুই দেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে রেখেছেন বিসিসিআইয়ের নব-নির্বাচিত সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতার ইডেন টেস্ট দেখার দাওয়াত গ্রহণ করলেও সেখানে আসতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপাতত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবেন বলে জানা গেছে।

সৌরভ গাঙ্গুলি ইডেন টেস্টকে আরও আকর্ষণীয় এবং সৌন্দর্যমন্ডিত করে তোলার লক্ষ্যে ম্যাচটিকে দিবা-রাত্রিতে আয়োজন করার সব বন্দোবস্ত করে ফেলেছে। বাংলাদেশও রাজি হয়েছে দিবা-রাত্রির টেস্ট খেলতে। ২০০০ সালে বাংলাদেশ যে অভিষেক টেস্ট খেলেছিল, ওই ম্যাচে দুই দেশের স্কোয়াডকে সংবর্ধনা দেয়ারও পরিকল্পনা নিয়েছেন সৌরভ।

সে হিসেবে ইডেন গার্ডেনে দুই দেশেরই সাবেকদের মিলনমেলা বসতে যাচ্ছে। সৌরভ গাঙ্গুলির তাতেও যেন কম হয়ে যাচ্ছে। এবার এই টেস্ট দেখার জন্য তিনি দাওয়াত জানিয়েছেন, তারই সাবেক সতীর্থ, কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে।

শুধু শচীন হলেও কথা ছিল, ক্রিকেটের বাইরের তারকাদেরও মিলনমেলা বসাতে যাচ্ছেন সৌরভ। দাওয়াত দিয়েছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ ও টেনিস তারকা সানিয়া মির্জাকেও। সঙ্গে প্রথম দিনের খেলার শেষে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করার ইঙ্গিত দিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। ইতিমধ্যেই সেখানে আমন্ত্রন জাননো হয়েছে বাংলাদেশের সঙ্গীতশিল্পী রুনা লায়লা, ভারতের শ্রেয়া ঘোষালকে।

আমন্ত্রিত অতিথিদের কথা উল্লেখ করে সৌরভ বলেন, ‘ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের দুই দলের সদস্যরা অনেকেই থাকছেন। চেষ্টা করছি শচিনকে হাজির করানোর। এ ছাড়াও অলিম্পিক্স পদকজয়ী এম সি মেরি কম, পি ভি সিন্ধুকেও সংবর্ধিত করবো আমরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। ভারতীয় প্রধানমন্ত্রীর দফতরে আমন্ত্রণ জানানো হয়েছে। দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ও মাননীয় রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হয়েছে।’

টেস্টের প্রথম দিন এইচআইভি ও ক্যানসারে আক্রান্ত শিশুদের নিয়ে একটি চ্যারিটি ম্যাচও আয়োজন করার পরিকল্পনা রয়েছে সিএবি’র; কিন্তু ইডেনের ঐতিহাসিক বেল বাজিয়ে টেস্টের সূচনা কে করবেন? সিএবি সচিব অভিষেক ডালমিয়া বলেন, ‘শেখ হাসিনা আছেন। মুখ্যমন্ত্রী থাকছেন। দেখা যাক, তারাই হয়তো টেস্টের সূচনা করবেন।’

153 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন