২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সন্তানের জন্য দুধ কিনতে বলায় ঘুমন্ত স্ত্রীর গায়ে আগুন দিয়েছে স্বামী

আপডেট: জুলাই ৩০, ২০১৯

তিন মাসের শিশু সন্তানের জন্য দুধ কিনতে বলায় মাদারীপুরের শিবচরে স্ত্রীর গায়ে আগুন দিয়ে শরীরের একাংশ পুড়িয়ে দিয়েছে এক পাষণ্ড স্বামী।

অগ্নিদদ্ধ অবস্থায় ওই গৃহবধূকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়,জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাঁশকান্দি গ্রামের দেলোয়ার শেখের মেয়ে খাদিজা আক্তারের সঙ্গে একই উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের সেকান ফকিরের ছেলে নাসির ফকিরের সঙ্গে বিয়ে হয়।নাসির রাজমিস্ত্রীর কাজ করেন।

গত প্রায় ৩ মাস আগে তাদের একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে।মেয়ের নাম রাখা হয় হাবিবা।গত প্রায় এক মাস আগে মেয়ে হাবিবাকে নিয়ে নাসির ও খাদিজা শেখপুর বাজার সংলগ্ন একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

শেখপুর বাসা নেয়ার পর থেকে নাসির ঠিকমতো কাজ-কর্ম করছিল না।এতে সংসারে অভাব-অনটন লেগে ছিল।এ নিয়ে প্রায়ই নাসিরের সঙ্গে খাদিজার ঝগড়া হতো।

সোমবার সন্ধ্যায় মেয়ে হাবিবার জন্য দুধ কিনতে বলায় আবারো নাসিরের সঙ্গে খাদিজার ঝগড়া হয়। এতে নাসির রেগে খাদিজাকে মারধর করে বাইরে চলে যান।খাদিজা মেয়ে হাবিবাকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন।

রাত সাড়ে ১০টার দিকে নাসির ঘরে ঢুকে দিয়াশলাই দিয়ে আগুন জ্বালিয়ে ঘুমন্ত খাদিজার শরীরে আগুন দিয়ে পালিয়ে যায়।এতে খাদিজার শরীরের বুক,পিঠসহ একাংশ পুড়ে যায়।

খাদিজার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।আগুনে তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

118 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন