২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

এই দিনে বাবাকে কী উপহার দেবেন?

আপডেট: জুন ২১, ২০২০

লাইফস্টাইল ডেস্ক:: আজ বিশ্ব বাবা দিবস। বাবা শাশ্বত, চির আপন। ভাষাভেদে হয়তো শব্দ বদলায়, স্থানভেদে বদলায় উচ্চারণও। কিন্তু বদলায় না রক্তের টান।

প্রতি বছর বিশ্বের ৫২ দেশে দিবসটি পালিত হয়। জুনের তৃতীয় রোববার বিশ্বের বেশিরভাগ দেশে বাবা দিবস পালন করা হয়।

বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে। অবশ্য বাবার জন্য বিশেষ দিন হিসেবে প্রতি বছর ‘বিশ্ব বাবা দিবস’ পালিত হয়ে আসছে।

বাবাকে অনেক ভালোবাসলেও হয়তো বলা হয়নি কখনও। আজ এই দিনে বাবাকে বলতে পারেন আপনার ভালোবাসার কথা, দিতে পারেন উপহার।

বাবাকে ভালোবেসে যা উপহার দিতে পারেন-

১. বাবা দিবসে সবচেয়ে সুন্দর উপহার হতে পারে একটি হাতঘড়ি। বাবার পছন্দের ব্র্যান্ডের কোনো ঘড়ি কিনে দিতে পারেন।

২. প্রয়োজনীয় একটি জিনিস হলো ওয়ালেট। এই দিনে বাবাকে তা উপহার হিসেবে দিতে পারেন।

৩. ভালোবাসি কথাটি প্রকাশ করতে পারেন কার্ডে। বাবাকে না বলা কথাগুলো কার্ডে লিখে উপহার দিতে পারেন।

৪. কাজের জন্য বাবাদের প্রয়াজেন হয় সুটকেসের। সুটকেস উপহার হিসেবে দিতে পারেন।

৫. সুন্দর শেভিং কিট সেট উপহার দিতে পারেন। বাজার থেকে সহজেই কিনতে পারবেন।

৬. উপহার হিসেবে বই সবচেয়ে ভালো। বাবা যদি বই পড়তে পছন্দ করেন তা হলে তাকে দিতে পারেন বই।

৭. কার্ডের মতো নিজের ভালোবাসার কথা টি-শার্টে লিখে দিতে পারেন। নতুন ডিজাইনের টি-শার্ট দেখে বাবা অবশ্যই খুশি হবেন।

146 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন