২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

চরমোনাই মাহফিল ২৪ তারিখ শুরু :বাসশ্রমিকদের ধর্মঘট স্থগিত

আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২১

বিজয় নিউজ:: বরিশাল জেলা সদরের চরমোনাই ইউনিয়নের অন্তর্গত চরমোনাই মাদ্রাসা মাঠে ৩ দিন ব্যাপী অগ্রহায়ণের বার্ষিক মাহফিল শুরু হয়েছে।

বুধবার জোহরের নামাজের পর চরমোনাই পীর সৈয়দ মো. রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিল শুরু হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের ওপর রাতের আধারে হামলা এবং দুই বাস শ্রমিককে গ্রেপ্তার প্রতিবাদে শিক্ষার্থী-শ্রমিকদের পাল্টাপাল্টি সড়ক অবরোধ কর্মসূচি ভাষা দিবস পালনকে কেন্দ্র করে গত ২০ ফেব্রুয়ারি তিনদিনের জন্য স্থগিত করা হলেছিল। চরমোনাই মাহফিলকে কেন্দ্র করে এই স্থগিতের পরিসীমা আরও তিনদিন বৃদ্ধি করেছে বাস মালিক-শ্রমিক সংগঠন। দুটি সংগঠনের নেতৃবৃন্দ রোববার রাতে যৌথ সভা শেষে সোমবার মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।

শিক্ষার্থীরা বলেন-মাহফিল যেহেতু একটি ধর্মীয় বিষয় আমরাও বিষয়টি বিরুদ্ধে আবস্থান নিব না।
এ বিষয় বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন-, চরমোনাই মাহফিলে লক্ষ লক্ষ মুসল্লি অবস্থান করে।।
মুসল্লিদের সুবিধার্থে সোমবার থেকে আরও তিন দিন বাস মালিক ও শ্রমিকেরা তাদের সকল কর্মসূচি স্থগিত করা হয়। এ ছাড়াও রোববার রাতে বাস মালিক ও শ্রমিকের বৈঠক করে যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনদিন পরে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে,

159 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন