২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

টয়লেটের পানির ছিটা কাপড়ে লাগলে সেটা পরে কি নামাজ হবে?

আপডেট: জুন ৩, ২০২৩

ইসলাম ও জীবন ডেস্ক: প্রশ্ন : আমি একটি করপোরেট হাউজে চাকরি করি। অফিস চলাকালীন সাধারণত পাবলিক টয়লেটে ওজু করি, হাত মুখ ধুই এবং প্রাকৃতিক প্রয়োজন সমাধান করি। কখনো কখনো পানির ছিটা কাপড়ে লেগে যায়। আমার প্রশ্ন হলো, ওই কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কি?

উত্তর : টয়লেটের ফ্লোরে যদি অপবিত্র কিছু থাকে তবে ফ্লোর থেকে ছিটে আসা পানি শরীর বা কাপড়ে লাগলে তা নাপাক হয়ে যাবে। ওই কাপড় পরিবর্তন করে বা কাপড় ও শরীরের যে অংশে পানির ছিটা লেগেছে তা ধৌত করে নামাজ পড়তে হবে। আর টয়লেটের ফ্লোর পবিত্র থাকলে কোনো সমস্যা নেই।

অনুরূপ টয়লেটে প্রাকৃতিক প্রয়োজন শেষে পানি ব্যবহারের সময় নাপাকিমিশ্রিত পানি শরীর বা কাপড়ে লাগলে তা নাপাক হয়ে যাবে। তবে নাপাকি ধোয়া হয়ে যাওয়ার পর পানি ছিটে এলে সমস্যা নেই।

129 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন