৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

চট্টগ্রাম এর সন্দ্বীপে প্রধান সড়কের বেহাল দশা:খানাখন্দে ভরা রাস্তায় চরম ভোগান্তি

আপডেট: জুলাই ৭, ২০২৫

সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:ঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুরুত্বপূর্ণ গুপ্তছড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। রাস্তাজুড়ে অসংখ্য খানাখন্দ ও গর্তের কারণে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে ইজিবাইকসহ ছোট-বড় যানবাহন। তীব্র ভোগান্তি নিয়েও বিকল্প রাস্তার অভাবে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ।

সোমবার (৭ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, সেনের হাট আংশিক এলাকা থেকে শুরু করে রেড ক্রিসেন্ট, এক্সিম ব্যাংক, সোনালী ইন্স্যুরেন্স ও ইউসিবিএল পর্যন্ত বিভিন্ন স্থানে রাস্তায় বিটুমিন ও ইট-পাথরের খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় শত শত গর্ত। এনাম নাহার মোড়ের মাঝামাঝি অংশেও একই ধরনের ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

এ অবস্থার কারণে ইজিবাইক, মাহেন্দ্র, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, বাস, ট্রাকসহ নানা যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে। বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির পানিতে গর্ত ঢেকে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, সন্দ্বীপ উপজেলা শহরের গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘদিন ধরে নেই কোনো সঠিক ড্রেনেজ ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে গর্তগুলো আরো গভীর ও বিপজ্জনক হয়ে উঠছে। এতে সাধারণ মানুষ, রোগী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছে।

প্রসঙ্গত, গুপ্তছড়া সড়কটি দুই লেন করার কাজ বর্তমানে চলমান থাকলেও কাজের গতি অত্যন্ত ধীর। অথচ এই সড়ক দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ উপজেলা পরিষদ, আদালত, ব্যাংক-বীমা অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে যাতায়াত করে থাকে। ফলে দ্রুত সংস্কার কাজের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিমত, সড়ক উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন না হলে দুর্ঘটনা ও ভোগান্তি আরও বাড়বে, যা জনদুর্ভোগকে ভয়াবহ রূপ দিতে পারে।

42 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন