২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বিসিসি’র সাবেক মেয়র কামাল মৃত্যুর ৩ বছর পর খালাস

আপডেট: জুলাই ২৪, ২০২৫

স্টাফ রিপোর্টার ঃঃ মৃত্যুর ৩ বছর পরে দুর্নীতি মামলা থেকে খালাস হলেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র, কেন্দ্রীয় বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামাল। বুধবার (২৩ জুলাই) আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৩ জুলাই) হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ সরোয়ারদী শুনানির পর এ আদশে দেন। শুনানিতে ২০২০ সালরে ৯ নভম্বের বরিশাল বিভাগীয় বিশেষে জজ আদালতের প্রদত্ত রায় এবং দোষী সাব্যস্ত করার আদেশ বাতিল করেন। জানা গেছে, অর্থ আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ১১ অক্টোবর আহসান হাবিব কামালসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশন ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাসেদ। মামলার এজাহারে বলা হয়, ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুন পর্যন্ত প্রতারণার মাধ্যমে আসামিরা ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাৎ করেছেন। ওই সময় আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার চেয়ারম্যান ছিলেন। পরবর্তিতে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন। আর অন্য আসামিদের মধ্যে তিনজন পৌরসভায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন, অন্যজন ছিলেন ঠিকাদার। এই মামলার তদন্তের পর ২০১১ সালের ১৯ জুলাই আহসান হাবিব কামাল, সিটি করপোরেশনের বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওই সময়ের সহকারী প্রকৌশলী খান মো. নূরুল ইসলাম, ওই সময়ের পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ইসাহাক, উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সত্তার ও ঠিকাদার জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গত বছর ২০ নভেম্বর বরিশাল বিভাগীয় বিশেষ জজ মো. মহসিনুল হক পাঁচ আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেন। সেই সঙ্গে আহসান হাবিব কামাল ও জাকির হোসেনকে এক কোটি টাকা করে জরিমানা করা হয়। এই রায় ঘোষণার পর আসামিদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০২০ সালের ৩০ নভেম্বর হাইকোর্ট আপিল গ্রহণ করে আর্থিক দণ্ড স্থগিত করে। এরপর আহসান হাবিব কামাল এই মামলায় জামিন আবেদন করে। সে আবেদনের শুনানি শেষে ২০২১ সালের ১৫ জুন জামিন আদেশ দেন হাইকোর্ট। এদিকে ২০২২ সালের ৩০ জুলাই রাত ১১টায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহসান হাবিব কামাল মৃত্যুবরণ করেন। মৃত্যুর ৩ বছর পর দুর্নীতির এই মামলা থেকে খালাস হলেন তিনি। মরহুম আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন বলেন, তৎকালীণ স্বৈরাচারী সরকার আমার নিরাপরাদ বাবার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতি মামলা দিয়ে হয়রানী করেছেন। ১৫ বছর পরে হলেও আমরা ন্যায় বিচার পেয়েছি। দুর্নীতির দায় থেকে মুক্তি পেয়েছেন আমার মরহুম বাবা। শিঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মামলার সাথে জড়িতদের মুখোস উন্মোচন করবেন বলে জানান তিনি।

148 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন