৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বাবুগঞ্জে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহে,মাগফিরাত কামনায় দোয়া

আপডেট: জানুয়ারি ৭, ২০২৬

শাহজাহান খান বাবুগঞ্জ থেকে : বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মালেক শিকদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

দোয়া ও মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও নেতৃত্ব বিএনপি নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার রুহে,মাগফিরাত কামনা করছেন।এ,সময়
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, যুবদল নেতা এম এ মান্নান, যুবদলের আহবায়ক ফারুক মোল্লা, আলিম মোল্লা, সাখওয়াত হোসেন খান, শাহাদাত ঢালী প্রমুখ। এর আগে প্রধান অতিথি বিএনপি নেতা রাশেদুলের কবর জিয়ারত করেন।

79 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন