১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

উজিরপুরে তারেক রহমানের ৩১ দফা র লিফলেট বিতরণ করেন -সেন্টু

আপডেট: অক্টোবর ১১, ২০২৫

বরিশাল  উজিরপুর  বামরাইল  ঈদগা মার্কেটট এলাক  তারেক রহমানের  দেশ গড়া  ৩১ দফার কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় কৃষকদলের  সহ সাধারণ সম্পাদক  ও বরিশাল বিভাগীয়  কৃষকদলের সাংগঠনিক সম্পাদক  লায়ন আক্তার হোসেন সেন্টু । শনিবার  সন্ধ্যায়  নেতা কমী  নিয়ে লিফলেট বিতরন ও গণসংযোগ করেন তিনি।

লায়ন আক্তার  সেন্টু  বলেন, রাষ্ট্রের শৃঙ্খলা ও গণতন্ত্র সুসংহত করতে জাতীয় নির্বাচন প্রয়োজন। অতি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন এখন সময়ের দাবি। বিএনপি নির্বাচিত হলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালনা করবে।

এসময় উপস্থিত ছিলেন  উজিরপুর  বামরাইল ইউনিয়নের   বিএনপি সভাপতি  এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন