১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে  বিএনপির মহান বিজয় দিবসে ফুল্লেল শ্রদ্ধা 

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৫

কামরুল হাসান হাওলাদারঃঃ  মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এ সময় পুস্পস্তবক অর্পণ করেন অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার ও শরফুদ্দিন সান্ট। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

পুস্প অর্পণ শেষে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন