১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের আনন্দ মিছিল

আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৫

কামরুল হাসান রাসেল ঃঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে  আগমন উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ  মিছিল করে।

মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মিছিলে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদলের সভাপতি মাকসুদুর রহমান মাসুদ,  সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম জাহান,এছাড়াও মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন। নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও শক্তিশালী হবে বলে জানায় নেতাকমীরা।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন