১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

উৎসব মুখর পরিবেশে বরিশালে ৬ টি সংসদীয় আসনে ৪৮ প্রার্থী বিভিন্ন দলের মনোনয়ন জমা

আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৫

কে আজাদ জুয়েল ঃঃ  অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে ৪৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সন্ধ্যায় জেলা প্রশাসনের সভা কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় লিখিত বক্তব্যে রিটার্নিং কর্মকর্তা বলেন,

বরিশাল-১ আসন জমা পড়েছে ৫টি মনোনয়ন। বরিশাল-২ আসনে ১১টি, বরিশাল-৩ আসনে ১০টি, বরিশাল-৪ আসনে ৬টি, বরিশাল-৫ আসনে ১০টি এবং বরিশাল-৬ আসনে ৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৪৮টি মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। তফসিল ঘোষণার পর মোট ৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন প্রার্থীরা।
বরিশাল জেলা রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমন বলেন, উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম শেষ হয়েছে। আমরা সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন বিষয়ক যেকোন অভিযোগ জানাতে আহ্বান জানান তিনি।##

107 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন