১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় কখনো আপোষ করেননি–জয়নুল আবেদীন

আপডেট: জানুয়ারি ৯, ২০২৬

সাহজাহান খান বাবুগঞ্জ থেকে :বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল- ৩ আসনের বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কখনোই আপোষ করেননি। তিনি সব সময় ত্যাগ করেছেন। ত্যাগের একটি মূল্য আছে। তার সাহস থেকে আমরা সাহস পেয়েছি। তিনিই আমাদের বছরের পর বছর সাহস যুগিয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার দেহেরগতি রাকুদিয়ে নতুনহাট সংলগ্ন মদিনা নগর মাদ্রাসা প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি মুস্তাফিজুর রহমান ফারুক মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন, উপজেলা বিএনপি’র আহবায়ক সুলতান আহমেদ খান,সদস্য সচিব অহিদুল ইসলাম,জেলা মহিলা দলের সম্পাদিকা রেশমা রহমান রহমান, যুবদলের সভাপতি রকিবুল হাসান খান,শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন প্রমূখ। অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, বেগম খালেদা জিয়া আধিপত্যবাদকে কখনো মেনে নেননি। জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো আপোষ করেননি। তার জন্য বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতো জনপ্রিয়।

66 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন