১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দুই বছর পর চুরি হওয়া বালুর ড্রেজার জাহাজ শনাক্ত , মূল হোতা কৃষক দলের নেতা শহীদ

আপডেট: জানুয়ারি ১৪, ২০২৬

বিজয় ডেক্স :বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া সন্ধ্যা নদী থেকে তিনটি বালু উত্তোলনের ড্রেজার চুরি হয়ে যায়। জানা গেছে কেদারপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রতন একই ইউনিয়নের নুরে আলমের কাছ থেকে তিনটি লোড ড্রেজার সোয়ান জ্যোতি বালু উত্তোলনের ১টি আনলোড এবং দুইটি লোড জাহাজ ১০জানুয়ারি ২০২৪ সালে ৩০ লক্ষ টাকায় ক্রয় করেন। জাহাজ তিনটি ক্রয় করার পর ৭ই ডিসেম্বর ২০২৪ সালে চুরি হয়ে যায়। গোপন সংবাদে বরিশাল বন্দর থানা জনতা হাট সংলগ্ন এলাকায় গোলাম মাওলা ডগে বাল উত্তোলনের লোড ড্রেজার -১ জাহাজটি অন্য নাম দিয়ে মেরামত করছে। এই ঘটনায় জাহাজের মালিক যুবদল নেতা মেহেদী হাসান বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গত ১৪ ই জানুয়ারি ২০২৬ বন্দর থানার ওসি তদন্ত কর্মকর্তা বাদিকে সাথে নিয়ে বন্দর থানা এলাকায় জনতা হাট সংলগ্ন গোলাম মাওলা ডগে আসেন।এ সময় যুবদলের নেতার হারানো লোড ড্রেজ -১ জাহাজটি সনাক্ত করেন। এ সময় ওই জাহাজের মেরামতের কাজের দেখাশুনা করছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়নের মাইনুদ্দিন শিকদারের ছেলে মনির হোসেন। বন্দর থানার ওসি (তদন্ত) শাহাবুদ্দিন জাহাজ মেরামতে নিয়োজিত থাকা মনির হোসেনকে জিজ্ঞাসাবাদে তিনি বলেন এই জাহাজটি জাহাঙ্গীরনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শহীদ প্যাদার। তিনি আমাকে জাহাজের মেরামতের দেখাশুনার জন্য রেখেছেন শহীদ প্যাদার। অনুসন্ধানে জানা গেছে, এই শহীদ প্যাদা একজন পেশাদারী মাদক সম্রাট ও সন্ত্রাসী। শহীদ প্যাদা তার অপকর্ম চালিয়ে যাওয়ার জন্য অর্থের বিনিময় জাহাঙ্গীরনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হয়েছেন যা জাতীয়তাবাদী কৃষক দলকে প্রশ্নবিদ্ধ করেছে। তার নামে বাবুগঞ্জ থানা সহ বিভিন্ন থানায় এক ডজন মাদক মামলা রয়েছে।

44 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন