২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলায় মাদ্রাসার শিক্ষক ছাত্রী নিয়ে লাপাত্তা- মাস পেরোলেও সন্ধান মেলেনি

আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৫

ফকির সাইফুল ইসলাম :: ছাত্রী নিয়ে শিক্ষক উধাও নিখোঁজ শিক্ষক ও। আশি বছরের রেকর্ড গড়ল বাহেরচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। শিক্ষক নিখোঁজ।
ঘটনাটি ঘটে বরিশালের হিজলা উপজেলার ঐতিহ্যবাহী বাহেরচর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায়। মাদ্রাসা ও ছাত্র-ছাত্রীদের সূত্র থেকে জানা যায়, দশম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে লাপাত্তা একসন্তানের জনক শিক্ষক সাঈদুর রহমান।

গত ১৭ আগস্ট ২০২৫ ইং তারিখে ছাত্রীকে নিয়ে পালিয়ে যান শিক্ষক সাঈদ। সাঈদের স্ত্রী স্বামী নিখোঁজ দাবি করে হিজলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টির সত্যতা যাচাই করা যায়নি। সাইদের স্ত্রী ও এখন লা পাত্তা। তার সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি। অপরদিকে শিক্ষক সাঈদের মোবাইল ফোন ও বন্ধ রয়েছে।
বাহের চর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মামুন জানান, অভিযোগ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে মাদ্রাসায় এ ধরনের ভাসা ভাসা একটি তথ্য পাওয়া গেছে। কোন পক্ষ তার কাছে অভিযোগ করেননি। শিক্ষক সাঈদ শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত বিষয় জানতে চাইলে তিনি জানান। শিক্ষক সাইদুর রহমান দু দফায় মেডিকেল ছুটি নিয়েছেন। এর বেশি কিছু জানেন না।
প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য একটি সূত্র দাবি করছে, শিক্ষক সাঈদের নতুন করে আগমনকে কেন্দ্র করে দুধারায় দুটি পক্ষ অবস্থান করছে। শিক্ষক সাইদুর রহমানকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশের সাথে সাথে শিক্ষার্থীদের মধ্যেও বিক্ষোভের প্রস্তুতি চলছিল। একটি পক্ষ বিষয়টিকে ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠছে।
হিজলা উপজেলা জামায়াতের সভাপতি ও মাদ্রাসা ইসলামের ইতিহাসের প্রভাষক নুরুল আমিন জানান,শিক্ষক প্রতিষ্ঠানে দীর্ঘদিন অনুপস্থিত। তার ডেঙ্গু হয়েছে। এটুকুই তার জানা। স্থানীয় লোক মুখে একটি কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে আপনার মতামত কি? এমন প্রশ্ন উত্তর এড়িয়ে যান তিনি।
অধ্যক্ষ মামুন জানান, তিনি বিষয়টি জানেন না। তবে ভাভাষা শুনেছেন। শিক্ষক নিখোঁজ, থানায় জিডি এমন বিষয়ে অধ্যক্ষ মামুন জানান, শিক্ষক সাঈদ এর স্ত্রী স্বামী নিখোঁজের বিষয় একটি জিডি করেছেন। এর আদ্যোপান্ত কিছু জানেন না।
হিজলা থানার একটি সূত্র দাবি করছে, শিক্ষক সাইদএর নিখোঁজ বিষয় জিডি হয়েছে। জিডির আলোকে তাকে মুন্সীগঞ্জে পাওয়া গেছে। পরিবারের অভিযোগ নেই। তাই এগোনো হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ জানান, এমন তথ্য শুনে বিস্মিত তিনি।
১৭ আগস্ট থেকে ২৮সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষক সাঈদ শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত। খোঁজ নিয়ে জানবেন।

বাহেরচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এর প্রতিষ্ঠাকাল ১৯৪৫ সাল। বর্তমানে এর বয়স হয়েছে আশি বছর। মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে এর সুনাম সুখ্যাতি উপজেলা থেকে ছড়িয়ে আছে এর বাইরেও। ৮০ বছর বয়সে এর উজ্জলতা বাড়লেও কমেছে সুনাম সুখ্যাতি।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন