২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল বাবুগঞ্জ মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত ঠেকানোরঅভিযোগ

আপডেট: আগস্ট ১৪, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলা ৪৮ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. আমিনা বেগমের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত ঠেকানো অভিযোগ পাওয়া গেছে । সহকারি শিক্ষকদের অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা,সহকারী শিক্ষকের সাথে খারাপ আচরণ এবং বিদ্যালয় সংস্কারের দুই লক্ষ টাকা আত্মসাৎ এর ঘটনায় ১৬ জন সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। গত ১২ই আগস্ট রোববার থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি তদন্ত শুরু করেন। প্রধান শিক্ষকের দুর্নীতি ও অর্থ আত্মসাৎ ঘটনার তদন্ত অন্যদিকে প্রবাহিত করতে তদন্ত কমিটির উপর চাপ প্রয়োগ করছেন একটি রাজনৈতিক মহল । এছাড়া ওই রাজনৈতিক মহলটি অভিযুক্ত প্রধান শিক্ষককে মডেল প্রাথমিক বিদ্যালয়ে বহাল রাখতে জেলা শিক্ষা অফিস ও বিভিন্ন কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। প্রধান শিক্ষকের দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাৎ ঘটনা নিরপেক্ষ ও তদন্তের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহল। বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ আব্দুছ সালাম জানান, “অভিযোগ সত্য হওয়া সত্ত্বেও কিছু মহল বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাইছে। স্থানীয় অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ সাংবাদিকদের জানান,সহকারি শিক্ষকদের আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, কোন ব্যক্তির প্রভাবে তদন্তে তারা প্রভাবিত হবেন না সুষ্ঠু তদন্তের ভিত্তিতে রিপোর্ট প্রদান করা হবে।

94 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন