১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশাল-৩ আসনে নির্বাচনী মাঠ নিয়ে শঙ্কা: একের পর এক মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নেতাকর্মীরা উদ্বেগ!

আপডেট: জানুয়ারি ১৬, ২০২৬

শাহাজান খান বাবুগঞ্জ থেকে :ত্রয়োদশ জাতীয় সংসদনির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে একের পর এক নতুন রাজনৈতিক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় নির্বাচনী পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর দলীয় সমর্থকরা। জাতীয় পার্টি নেতাকর্মীদের অভিযোগ,সাবেক এমপি গোলাম টিপু বিভিন্ন রাজনৈতিক মামলায় নিয়মিতভাবে আদালত থেকে জামিন পাওয়ার পরও পরিকল্পিতভাবে তাঁকে নতুন নতুন মামলায় জড়ানো হচ্ছে।মামলা সূত্র জানায়, ২০২২ সালে মুলাদী উপজেলার ছবিপুর বিএনপির মঞ্চ ভাঙচুর ঘটনায় ২০২৪ সালে ২৫ সেপ্টেম্বর জসিম শিকদার বাদী হয়ে মুলাদী থানা একটি মামলা দায়ের করেন ।ওই মামলায় সাবেক এমপি গোলাম টিপু আসামি ছিলনা। সম্প্রতি ২০২৬ সালে ১৩ই জানুয়ারি উক্ত মামলায় সাবেক এমপি গোলাম টিপুকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতারের আসামি হিসেবে দেখান হয়েছে। এমনকি জামিন পাওয়ার পরপরই নতুন মামলায় পুনরায় গ্রেপ্তার বা কারাবন্দি রাখার চেষ্টার অভিযোগও উঠেছে।সমর্থকদের ভাষ্য অনুযায়ী, সংসদ সদস্য থাকাকালীন গোলাম কিবরিয়া টিপু নিজ নির্বাচনী এলাকায় রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা ও হয়রানি বন্ধে ভূমিকা রেখেছিলেন। অথচ বর্তমানে সেই নেতাকেই রাজনৈতিক মামলার মুখোমুখি হতে হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন নিরপেক্ষ তদন্ত এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।এই ব্যাপারে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের উদ্বেগ প্রকাশ করেছেন এবং উচ্চ পর্যায়ে যথাযথ কতৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন।

28 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন