২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

আওয়ামীলীগের সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম (ওরফে রুডি)বিএনপিতে যোগদান করায় নেতা কমীদের ক্ষোভ

আপডেট: জানুয়ারি ২৬, ২০২৬

স্টাফ রিপোর্টারঃঃ  সাবেক কাউন্সিলর মাদক বাণিজ্য করা ও নারীলোভী নুরুল ইসলাম ওরফে রুডি নুরল ইসলাম  বরিশাল- ৫ আসনের ধানের শীষের পদ প্রার্থী  মুজিবর রহমান সরোয়ারের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করে।তথকালীন নগরীর ২৭ নং ওয়ার্ড  মাদক বাণিজ্য সহ নারীলোভী নানান অক্রমে র সাথে জড়িত ছিল।  ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে আদর্শ বদলের প্রবণতা। তবে সাম্প্রতিক সময়ে এ প্রবণতা আবারও চরমভাবে আলোচনায় এসেছে। (রুডি নুরুল ইসলাম) দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে রাজনৈতিক সুবিধা নেওয়ার পর পরিস্থিতি অনুকূলে না থাকতেই পুনরায় ভিন্ন দলে ফিরে যাওয়ার অভিযোগে অভিযুক্ত হচ্ছেন তার বিরুদ্ধে। এতে করে প্রশ্ন উঠছে—এরা কি আদর্শের রাজনীতি করেন, নাকি ক্ষমতাকেন্দ্রিক সুবিধাবাদের রাজনীতি?বিএনপির বরিশাল সদর ৫ আসনের পদপ্রার্থী মুজিবর রহমান সরোয়ারের হাতে ২৫ জানুয়ারী রাতে  ফুল দিয়ে বিএনপিতে যোগদানের ছবি সোশ্যাল মিডিয়াতে ছরিয়ে পড়লে বিএনপির তৃনমূল নেতা কর্মীদের মাঝে  ক্ষোভ সৃষ্টিনেতাকমী হয়।এবং ছবি ঘিরে নানা বিতর্ক সৃষ্টি হয়।অনেকে আবার সোশ্যাল মিডিয়াতে ব্যঙ্গাংতক মন্তব্য করে আসছে।

এই বিতর্কের সৃষ্টিকারী বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম ওরফে রুডি নুরুল ইসলাম। অনুসন্ধানে জানা গেছে, তিনি বিগত কাউন্সিলর নির্বাচনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সরাসরি সমর্থন ও সহযোগিতায় নির্বাচিত হন। নির্বাচনের সময় মাঠপর্যায়ে তার অবস্থান, প্রচারণা এবং সংশ্লিষ্ট রাজনৈতিক কর্মকাণ্ড ছিল স্পষ্টভাবে আওয়ামী লীগঘেঁষা।তার রয়েছে বরিশাল মহানগর আ’লীগের নেতা সাদেক আবদুল্লা ও খোকন আবদুল্লার সাথে দলীয় বিভিন্ন্ অনুষ্ঠানের ছবি তার রয়েছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, ওই সময়ে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। এ ছাড়াও তিনি এলাকায় ১০/ ১২ জন নিয়ে একটি বাহিনী করে এলাকায় মাদক বানিজ্য করেছিলো  এমনকি  বিচারের নামে নারীদেরকে ভোগ করতেন।  মাদক বানিজ্যের একটি অশং পুলিশ প্রশাসন ও  দলীয় নেতাকর্মীদের সঙ্গেই নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তিনি।  এ ছাড়াও তার চলাফেরা ও রাজনৈতিক অবস্থান ছিল প্রকাশ্য। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর হঠাৎ করেই তিনি নিজেকে ভিন্নভাবে বিএনপিতে যোগদান করে।।

সম্প্রতি মোঃ নুরুল ইসলাম ওরফে রুডি নুরুল ইসলাম দাবি তিনি পূর্বে মহানগর বিএনপির সদস্য ছিলেন। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন ও সন্দেহের জন্ম দিয়েছে।

স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, আদর্শিক রাজনীতির বদলে সুবিধাবাদী রাজনীতিই এসব নেতাদের মূল চালিকাশক্তি। তারা বলেন, “ক্ষমতায় যে থাকে, এরা তার সঙ্গেই থাকে। আবার ক্ষমতা বদলালে নতুন পরিচয় নিয়ে হাজির হয়।”

এদিকে সাধারণ নাগরিকদের মধ্যেও ক্ষোভ বাড়ছে। তাদের মতে, এ ধরনের দলবদল করে পুনরায়  এলাকায়  মাদক   বানিজ্য পরিচালনা করার জন্য বিএনপিতে যোগদান করেছে। রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করছে এবং প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নষ্ট করছে।

তৃণমূল নেতাকর্মীদের আশঙ্কা, এই ধারাবাহিক সুবিধাবাদী রাজনীতি অব্যাহত থাকলে বরিশালের রাজনীতিতে আদর্শভিত্তিক নেতৃত্ব আরও দুর্বল হয়ে পড়বে।

65 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন