২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে সাংবাদিক পরিচয় দেয়া শিরিনকে ৭ দিনের জেল দিয়েছে ভ্রমান আদালত

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৯

বরিশাল নগরীর বিভিন্ন স্থানে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সুবিধা নিত এই শিরিন নামে এই নারী।
বরিশাল বান্দ রোড এলাকার মামুন নামে এক ব্যাক্তি জানায় এই এলাকায় ফার্মেসী নাম দিয়ে এই নারী দোকনে বিভিন্ন নকল ঔষধ বিক্রয় করতো।

এবং বিভিন্ন অকর্ম কার্যকলাব চালিয় যেত। এর প্রেক্ষিতে সোমবার রাত সোয়া ১০ টার দিকে র‌্যাব অভিযান চালিয়ে নকল ঔষধ জব্দ করে। পরে নকল ঔষধ সরবারহ ও মজুদ করে বিক্রির দায়ে শিরিন খানম ও সরবারহকারীকে ৭ দিনের জেল দিয়েছে ভ্রমান আদালত।

161 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন