২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশাল বিশ্ববিদ্যালয় (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ অক্টোবর

আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯

বিজয় নিউজ::  বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ অক্টোবর ।এবার ৩ ইউনিটে রেকর্ড সংখ্যক ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কমিটির আহবায়ক ২০১৯-২০ ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পহেলা সেপ্টেম্বর থেকে শুরু করে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছিল আবেদন করার শেষ সময়। টাকা জমাদানের শেষ তারিখ ছিল ২৬ সেপ্টেম্বর (রাত ১২টা পর্যন্ত)।

সর্বমোট তিনটি ইউনিটে ১ হাজার ৪৪০ জন শিক্ষার্থী এবার ভর্তি হতে পারবেন।

ভর্তি”ছুক শিক্ষার্থীরা প্রবেশপত্র উত্তোলন করতে পারবেন ১ অক্টোবর থেকে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ভিজিট করুন । ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে ই ইউনিট মানবিক বিভাগের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।

411 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন