আপডেট: আগস্ট ১৪, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে বাবুগঞ্জের মিরগঞ্জ ফেরিঘাটে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের অধীনে ফেরি বিভাগের কোটি টাকার সম্পদ।মীরগঞ্জ ফেরিঘাটের পূর্বপ্রান্তের উত্তর পাশে নদীতে নিমজ্জিত থাকা ফেরিটি রক্ষণাবেক্ষণের নেই কোন উদ্যোগ। দীর্ঘদিন ধরে নদীর পাড় ঘেঁষে পতিত অবস্থায় পড়ে থাকায় রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছে যন্ত্রাংশ। রোদ-বৃষ্টি, পানি ও কাঁদার আস্তরণে এখন অচল এই ফেরিটি আড়িয়াল খা নদীর গর্ভে বিলীন হওয়ার পথে সওজের কোটি টাকার সম্পদ। ফেরিটি,স্থানান্তর না হওয়ায় ও তদারকির অভাবে পানির নিচে নষ্ট হচ্ছে এসব সম্পদ। দীর্ঘদিন ধরে শ্রমিক-কর্মচারীদের পদচারণা না থাকা ও ফেরিটি আড়িয়াল খাঁ নদীতে নিমজ্জিত থাকা কোটি টাকার মূল্যবান এ নৌযান যেন আড়িয়াল খাঁ নদীতে খেয়ে ফেলছে ।সূত্রে জানা যায়, বর্তমানে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর মিরগঞ্জ ফেরি ঘাটের পূর্ব প্রান্তের পয়েন্টে ফেরিটি নদীতে নিমজ্জিত অবস্থায় পড়ে আছে। যার বেশিরভাগ মালামাল ইতোমধ্যে চুরি হয়ে গেছে। এছাড়া এসব ফেরি পতিত অবস্থায় থাকায় দিনে দিনে নষ্ট হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছে।
সরেজমিনে দেখা যায়, ফেরিটি দীর্ঘদিন ধরে নদীর কিনারায় পানিতে ডুবে থাকায় বেশিরভাগ মূল্যবান যন্ত্রপাতি নেই । ফেরিটির কিছু অংশ জেগে থাকায় জেলেরা তাদের জাল শুকানোর কাজে ব্যবহার করছে।ফেরিটির অর্ধেকেরও বেশি পানিতে ডুবে থাকায় নদীর পলি মাটির আস্তরে এবং পানি কাঁদায় ঢেকে গেছে। কিন্তু সরকারি এসব সম্পত্তি রক্ষার জন্য সওজ বিভাগের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। উপজেলার মীরগঞ্জ এলাকার আবু হানিফ ফকির বলেন, সরকারি সম্পদ নষ্ট না করে নিলামের মাধ্যমে বিক্রি করলে সরকারের রাজস্ব আয় হতো।স্থানের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন
,সরকারের কোটি টাকার সম্পদ নদীতে বিলীন হচ্ছে এটি দেখার কেউ আছে বলে মনে হচ্ছে না । নদীর পাড়ে এমনিভাবে একটি ফেরি পানির মধ্যে পড়ে আছে। মীরগঞ্জ ফেরিঘাটের পূর্ব প্রান্তের খেয়াঘাট এলাকার বাসিন্দা মারুফ হোসেন বলেন,নদীতে ডুবে থাকা ফেরিটি উদ্ধার করে নিলামে বিক্রির দাবি করেন তিনি।এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: নাজমুল ইসলাম বলেন, ফেরিটি মিরগঞ্জের আড়িয়াল খাঁ নদীতে ডুবে থাকা বিষয় তার জানা নেই। সাংবাদিকের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। খুব দ্রুত সময়ে এ বিষয়ে যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হবে।