২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশাল সদর রায় পাশা কড়াপুর চাঁদা দাবি করায় গণধোলাই

আপডেট: আগস্ট ২৪, ২০২৫

স্টাফ রিপোর্টার ঃঃ প্রকাশ্যে দিবালোকে চাঁদা দাবি করায় গণ ধোলাই  শিকার এক যুবক।  ঘটনাটি ঘটে  বরিশাল সদর উপজেলার রায়পাশা করাযপুর  ইউনিয়নের  বসুর হাট বাজারে। ঐ এলাকার  ড্রেজার দিয়ে  বালু ব্যবসায়ীদের  কাছে চাঁদার দাবি করে কামরুল  নামে যুবক।

বালু ব্যবসায়ীরা  চাঁদা দিতে অস্বীকার করলে  কামরুল বিভিন্নভাবে তাদেরকে হুমকি দিয়ে আসছে। এই ঘটনায় ২৪ আগস্ট রবিবার বিকেল পাঁচটার দিকে এলাকাবাসী  জড়ো হয়ে  বসুরহাট কামরুলকে  গণধোলাই দিয়ে রক্তাক্ত করে। পরে তাকে স্বজনরা কামরুলকে উদ্ধার করে  চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায়  বিমানবন্দর থানায় চাঁদা  বিষয়ে কোন অভিযোগ  দেওয়া হয়নি। যদি চাঁদার অভিযোগ দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ওসি। ড্রেজার বালু ব্যবসায়ী  নাম প্রকাশ না করার শর্তে  জানায় ওই এলাকায়  কামরুল  বিভিন্ন ড্রেজার বালু ব্যবসায়ী  কাছ থেকে  ফুটপতি এক টাকা করে  চাঁদা দাবি করে  আচ্ছে। যদি চাঁদার টাকা না পায় তাইলে ওই এলাকার ড্রেজারের বালুর পাইপ খুলে নিয়ে যায় এবং ভেঙ্গে ফেলে। কামরুলের  আতঙ্কে ড্রেজার বালুর ব্যবসায়ীরা এলাকাবাসীকে জানাইলে  এলাকাবাসী তাকে গণধোলাই দেয়। 

 

24 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন