২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের আঞ্চলিক সড়ক,পাকা করনের দাবিতে মানববন্ধন.

আপডেট: আগস্ট ২৫, ২০২৫

বিশেষ প্রতিবেদক ঃঃ  :বাবুগঞ্জে ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের বীরশ্রেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিন দিকে মরহুম-নাদের-হাওালাদারের বাড়ির সম্মুখ হয়ে দক্ষিন চরআলগী খেয়াঘাট ও চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে চরআলগী উচা ব্রীজ পর্যন্ত পাকা করনের দাবিতে জাহাঙ্গীরনগর ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয় । রোববার বিকালে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর আলগি সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা বিএনপি, কৃষক দলের ,জেলা যুবদল, ইউনিয়ন, স্বেচ্ছাসেবক দল,, ইসলামী আন্দোলন, আগরপুর বাজার সমিতি, আগরপুর ইমাম সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শওকত হোসেন, উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান, আগরপুর ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র যুগ্ন আহবায়োক জসীমউদ্দীন, যুবদলের সদস্য ফারুক মোল্লা আমিনুল মোল্লা, যুবদলের সদস্য ফিরোজ প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মাধ্যমিক বিদ্যালয়ের থেকে দক্ষিন চর আলগি খেয়াঘাট হয়ে পশ্চিম চর আলগী উচা ব্রিজ পর্যন্ত ৩:কিলোমিটার আঞ্চলিক কাঁচা রাস্তাটি কোন সংস্থার করেনি।এই ইউনিয়নে ব্যক্তিগতভাবে অনেক রাস্তা পাকা করন হয়েছে। এ রাস্তাটি কাঁচা থাকায় জনসাধারণ দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এবং প্রায়ই দুর্ঘটনাসহ যাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটছে। প্রতিদিন বাবুগঞ্জ সদর, বাটাজোর থেকে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন গন্তব্যে পাঁচ শতাধিক লোক এই সড়ক দিয়া চলাচল করে।এটি পাকা করনের দাবি জানান তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, তপন মন্ডল জেলা ছাত্র দলের সহ- সাধারণ সম্পাদক, মোঃ নাজমুল হোসেন নওশাদ জেলা ছাত্র দলের সহ- সাংগঠনিক সম্পাদক, নাবিদ হাসান শান্ত সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নগর ইউনিয়ন, মোঃ আবুবকর সিদ্দিক জাহাঙ্গীর নগর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ রাসেল হাওলাদার প্রমুখ।

39 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন