আপডেট: জানুয়ারি ১৪, ২০২০
হিজলা প্রতিনিধি:: হিজলায় কৃষকদের মাঝে যন্ত্রপাতি (পাওয়ার থ্রেসার) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কৃষকরা বিনামূল্যে যন্ত্রপাতি, সার, বীজ ও কীটনাশক পায়।১৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দশটি সমিতির কৃষকদের মাঝে দশটি পাওয়ার প্রেসার বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ আলতাফ হোসেন, মোছাম্মদ নাজমা বেগম, বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবিব আল আজাদ জনি।
এছাড়া উপস্থিত ছিলেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, যুগ্মসাধারণ সম্পাদক বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।