২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ঝালকাঠি গৃহবধুকে জ্বলছে দেওয়ার অভিযোগের মামলার আসামি ধরাছোয়ার বাহিরে

আপডেট: মে ২৫, ২০২১

ঝালকাঠি প্রতিনিধিঃ : ঝালকাঠিতে বসতবাড়িতে হামলা ও মারধর এবং গৃহবধু কহিনুর বেগমের গায়ে গরম পানিতে জ্বলছে দেওয়ার অভিযোগে মামলা হলেও অপরাধীরা ধরাছোয়ার বাহিরে। এ ঘটনায় মারাত্মক জখম রতন সরদারের ছেলে আঃ রব সরদার ও কহনিুর বেগম মৃত্যু যন্ত্রণায় ঝালকাঠি^ সদর হাসপাতালের বিছানায় ছটপট করছে। মামলার বিবরনে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠির কল্যানকাঠি গ্রামে পুর্ব শত্রুতার জেরে গত শবে কদর রাতে এ অনাকাংখিত ঘটনা ঘটলেও এখন পর্যন্ত এ ঘটনায় ঝালকাঠি থানায় ( নং-১২, তারিখ ১৯.০৫.২০২১) মারপিটসহ বিবিধ ধারায় মামলা রুজু হলেও আসামী কল্যানকাঠি গ্রামের মৃত.আঃ ছালামের পুত্র যথাক্রমে কালাম, কাওছার, আলম ও সাইদ এবং আবু হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশের খাতায় পলাতক অথচ মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে আসামী দ্বয়। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী আঃ রবের পরিবার।

127 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন