২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলায় নগদের খামখেয়ালীতে দিশেহারা গ্রাহক- নজরদারি নেই প্রশাসনের

আপডেট: জুন ৩০, ২০২১

সাইফুল ইসলাম, হিজলা(বরিশাল):: নগদের বাকি ভোগান্তিতেতে হিজলার গ্রাহক। দায় এড়াতে পারে না সরকার। উপজেলার হাজার হাজার গ্রাহক নগদ ভোগান্তির শিকার। এদের মধ্যে রয়েছে কোমলমতি শিশু শিক্ষার্থী, সমাজসেবার দুস্থ্য অসায় বয়স্ক পুষ-মহিলা,শারিরিক প্রতিবন্ধি। সরকারের টাকা উত্তোলন করতে গিয়ে হয় প্রতারিত হচ্ছে। নয়তো খালি হাতে ঘুরে আসতে হচ্ছে তাদের।
হিজলা উপজেলার সরকারের সকল সুযোগ সুবিধা সরকারি প্রতিষ্ঠান নগদে পরিচালিত হচ্ছে। সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে হিজলা উপজেলা প্রেক্ষাপট ভিন্ন। পদে পদে ভোগান্তির শিকার তারা। দায় এড়াতে পারে না সরকার।
কোথাও কোথাও উপবৃত্তির টাকা তুলতে গিয়ে অতিরিক্ত টাকা দিয়েও সময়মতো সুযোগ পাচ্ছেন না গ্রাহক। সরকারি ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে খালি হতে ফিরতে হচ্ছে প্রতিবন্ধি, অসহায় বিধরা, বয়স্ক মাকে।
উপজেলা সমাজসেবা অফিসার কারিজুল ইসলাম জানান, তাদের দপ্তর থেকে সকল সুবিধাভোগিদের নগদ একাউন্টে খরচসহ টাকা প্রদান করা হচ্ছে। ডিলার বা নগদের এজেন্ট যারা তারাতো অতিরিক্ত টাকা নিতে পারবে না।
উপজেলা শিক্ষা অফিসার আঃ গাফ্ফার জানান, তার উপজেলার সকল প্রাথমিক স্কুল পড়–য়াদের উপবৃত্তির টাকা নগদে দেয়া হয়েছে। এখন উত্তোলন করার দায়িত্ব তাদের। গ্রাহক ভোগান্তির বিষয়টি তো আমরা দেখতে পারি না।
উপজেলার ৬ টি ইউনিয়নের নগদ এজেন্টদের সাথে আলাপকালে জানান, কেউ কেউ বেশী নিতে পারে। নগদ তাদের টাকা সময়মতো দিতে পাছে না। তাই আমরার গ্রাহকদের সেবা দিতে পারছি না। এ দায় সরকারি প্রতিষ্ঠান নগদের।

222 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন