২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শূন্য রানেই আউট তামিম

আপডেট: জুলাই ১৬, ২০২১

স্পোর্টস ডেস্ক :; হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও কাটার মাস্টার মোস্তাফিজকে ছাড়াই নামল তামিম বাহিনী।

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর।

আর ব্যাট করতে নেমে বাংলাদেশ শিবিরে শুরুতেই ধাক্কা দিলেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি।

নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফেরালেন অধিনায়ক তামিমকে। মুজারাবানির বলে উইকেটরক্ষক চাকাভার হাতে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে আউট হন বাংলাদেশ অধিনায়ক।

৭ বল মোকাবিলা করে রানের খাতাই খুলতে পারেননি তিনি।

প্রথম দুই ওভারে দলীয় স্কোরও ছিল শূন্য। তামিমের আউটের ব্যাট হাতে নেমে মুজারাবানির প্রথম বলেই বাউন্ডারি হাঁকালেন সাকিব আল হাসান।

এ প্রতিবেদন লেখার সময় ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৩ রান।

১২ বল খেলে রানের খাতা খুলেছেন ওপেনিংয়ে নামা লিটন দাস। ৯ বলে ৭ রানে ব্যাট করছেন সাকিব।

535 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন