২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জয়ের পর যা বললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক

আপডেট: নভেম্বর ১৯, ২০২৩

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ভারতকে ২৪০ রানে অলআউট করে ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয়ে ষষ্ঠ শিরোপা নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

ফাইনাল ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, আমি মনে করি আমরা টুর্নামেন্টের শেষ পর্যন্ত আমাদের সেরাটা দিতে পেরেছি। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন খুব ভালো ব্যাটিং করেছে। বোলিংও আমাদের বেশ ভালো হয়েছে।

কামিন্স আরও বলেন, রান তাড়া করার জন্য আজ একটি শুভ রাত্রি ছিল। টস জয়ের পরই আমার কাছে মনে হয়েছে রান তাড়া করা সহজ হবে। পিচটি আমার ধারণার চেয়ে ধীর গতির ছিল। আজকের এই জয় আমাদের ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে এবং এই বছরটি আমাদের আজীবন মনে থাকবে।

310 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন