৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

কোরবানির চামড়ার মূল্য প্রতি বর্গফুট ৪৫-৫০ বেঁধে দিয়েছে সরকার

আপডেট: আগস্ট ৭, ২০১৯

রাজধানীতে প্রতি বর্গফুট কোরবানির গরুর চামড়ার মূল্য ৪৫-৫০ টাকা এবং মফস্বলে প্রতি বর্গফুট ৩৫-৪০ টাকা বেঁধে দেয়া হয়েছে। মঙ্গলবার ট্যানারি মালিকদের সঙ্গে এক বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় এ মূল্য নির্ধারণ করেছে।

অবশ্য গত কোরবানির চামড়ার মূল্যও একই ছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পশুর চামড়ার দাম নির্ধারণ করতে চামড়া খাতের শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী, রফতানিকারক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৈঠক শেষে এ দাম ঘোষণা করেন মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমাদের বাজার দিন দিন ছোট হয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক বাজারে চাহিদাও কমে গেছে। কিন্তু চামড়াজাত পণ্যের দাম বেড়েছে। কোরবানির চামড়া বেচার টাকা কেউ পকেটে করে নিয়ে যায় না। এটা বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দেয়া হয়। চামড়ার দাম বৃদ্ধি পাবে। তবে আমাদের মান বাড়াতে হবে। এসব বিবেচনায় নিয়ে গতবারের দামই বহাল রাখা হয়েছে।

নতুন মূল্যে গরু ছাড়া সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট নির্ধারণ করা হয়েছে ১৮-২০ টাকা এবং বকরির চামড়া ১৩-১৫ টাকা। এক্ষেত্রেও মূল্য গত বছর একই ছিল। কোনো দাম বাড়ানো হয়নি।
ঢাকায় ২০১৪ সালে ৭৫ থেকে ৮০ টাকা, ২০১৫ সালে ৫০ টাকা, ২০১৬ সালে ৫০ থেকে ৫৫ টাকা, ২০১৭ সালে ৫০ থেকে ৫৫ টাকা এবং ২০১৮ সালে ৪৫ থেকে ৫০ টাকায় প্রতি বর্গফুট পশুর চামড়া কেনা হয়। বৈঠক বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন (বিএইচএসএমএ) ও ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতা ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

139 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন