২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশাল শায়েস্তাবাদ চুড়ামন কমিউনিটি ক্লিনিকে থাকেনা ডাক্তার থাকেনা থোলা! দেখার কেউ নেই (পর্ব-১)

আপডেট: জুলাই ২৫, ২০২১

রাজিব হাওলাদার:: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকায় চুড়ামন কমিউনিটি ক্লিনিকে অনুপস্থিত খেকেও মাসের পর মাস বেতন ভাতা উওোলন করে যাচ্ছে ডাক্তারা এবংকিং সাপ্তাহে ৫ দিন খোলা থাকার নিয়ম থাকলেও ২ দিন রাখে খোলা তাও থাকেনা ডাক্তার। এতে করে ঐ এলাকার শতশর্ত নর নারী দূভোগ পোহাতে হয়্।

এ বিষয় এলাকার সামসুল আলম জানায় – চুড়ামন কমিউনিটি ক্লিনিক সপ্তাহে ৫ দিন খোলা রাখার নিয়ম। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা প্রযর্ন্ত।  সেই ক্লিনিক ১২ টা দিকে খোলা হলেও ১ টা দিকে তা আবার বন্ধ করা হয়। এছাড়াও প্রতি টিকিটে অতিরিক্ত ১০ থেকে ২০ টাকা নিয়ে থাকেন । এবং রোগীদের কাছ থেকে ঔষধ বাবদ জোর করে ৫০/১০০ টাকা রাখা হয়। যে খানে বিনা খরচে চিকিৎসা দেয়ার নিয়ম রয়েছে।যদি কেউ টাকা না দেয় তা হলে তার সাথে খারাপ আচার করে এবং গায়ে হাত তুলে এমনটাই অভিযোগ করা হয়। এ বিষয় ডাঃ এম এ বশার  তার মোবাইলে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

998 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন