২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

চিত্রনায়িকা ববির ডেঙ্গুজ্বরে আক্রান্ত

আপডেট: আগস্ট ৮, ২০১৯

এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। হঠাৎ শরীরে জ্বর ও ব্যথা অনুভব করায় রক্ত পরীক্ষা করালে তার ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি বাসায়ই চিকিৎসা নিচ্ছেন।

জ্বর থাকায় মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন ববি। প্লাটিলেট সন্তোষজনক থাকায় চিকিৎসকরা তাকে বাসায় থাকার পরামর্শ দেন। পরে তিনি বাসায় চলে আসেন।

ববির বন্ধু ও পরিচালক ইফতেখার চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘ববির রক্তের প্লাটিলেট এখন তিন লাখ ৪৫ হাজার। চিকিৎসক জানিয়েছেন, এটি যদি স্থিতিশীল থাকে কিংবা বাড়তে থাকে, তা হলে আর হাসপাতালে ভর্তি হতে হবে না। তবে কমতে থাকলে ভর্তি করা লাগতে পারে।’

২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ-দ্য সার্চ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় ববির অভিষেক ঘটে। এর পর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।

169 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন