আপডেট: অক্টোবর ১৬, ২০২৫
বিজয় নিউজ ঃঃ হিজলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার থানা পুলিশের হাতে আটক।
ওসি হিজলা থানা শেখ আমিনুল ইসলাম জানান, তাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। হিজলা থানা মামলা নম্বর ৫। তারিখ ১৩/১০/২০২৫ ইং।
এদিকে তার স্ত্রী আসমা বেগম জানান এনায়েত হাওলাদার একটি রাজনৈতিক মামলায় জামিনে রয়েছেন। বৃহস্পতিবার তাকে বিনা কারণে পুলিশ আটক করে হিজলা থানায় নিয়ে যায়।
একদিকে এনায়েত হাওলাদার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, অপরদিকে বড় জ্বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক হিজলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। তার গ্রেপ্তার নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।