২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

প্রাণচাঞ্চল্য ফিরেছে বরিশালের শিক্ষাপ্রতিষ্ঠানে

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২১

বিজয় নিউজ:; সরকার ঘোষিত সব নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ ১৭ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে বরিশালে। উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে পাঠদান।

এখন থেকে সরকার ঘোষিত সব নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পাঠদান চলবে।

মহামারির কারণে দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে না পারায় অনেক শিক্ষার্থী ইতোমধ্যে ঝড়ে পড়েছে। বিদ্যালয়ে আসতে পারায় শিক্ষার্থীদের মাঝে কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

সরেজমিন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিশুশিক্ষার্থীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। সেখানে স্কুলের প্রবেশ পথে প্রথমেই সবার তাপমাত্রা পরীক্ষা করা হয়। এর পর হ্যান্ড স্যানিটাইজার করে বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়।

একই চিত্র দেখা গেছে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজেও। একটি বেঞ্চে দুই শিক্ষার্থীকে বসিয়ে পাঠদান করা হয়েছে। এ ছাড়া বরিশাল সরকারি জিলা স্কুলসহ নগরীর অন্যান্য বিদ্যালয়েও গিয়ে দেখা গেছে আনন্দমুখর পরিবেশে পাঠদান কার্যক্রম।

87 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন