২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

মার্কিন চাপে তেল উত্তোলন বাড়াবে না ওপেক প্লাস

আপডেট: নভেম্বর ১৬, ২০২১

অনলাইন ডেস্ক :; মার্কিন চাপের মুখে তেল উত্তোলন বৃদ্ধি করবেন না বলে জানিয়েছেন ওপেক প্লাসের নেতারা।

সোমবার সংস্থাটির নেতারা বৈঠক শেষে এ সিদ্ধান্ত নিয়েছেন। এতে উপস্থিত ছিলেন সৌদি আরব, আমিরাত ও রাশিয়াসহ ওপেক প্লাসের নেতারা। খবর আরব নিউজের।

ওপেক প্লাসের নেতারা বলেন, আমরা আগের নিয়মেই তেল উত্তোলন করব। কারও চাপে পড়ে অতিরিক্ত তেল উত্তোলন করব না।

আমিরাতের জ্বালানিমন্ত্রী সোহেল আল-মাজরুই বলেন, চাহিদা বাড়ায় ওপেক প্লাস প্রতি মাসে চার লাখ ব্যারেল তেলের উৎপাদন বাড়িয়েছে। এর চেয়ে বেশি তেল উত্তোলন তারা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, বিশ্বে ক্রমবর্ধমান চাহিদার কারণে সৌদি আরবসহ তেল উৎপাদনকারী দেশগুলোকে তেলের সরবরাহ বাড়াতে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

94 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন