৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

নৌকার প্রার্থী পেলেন ৪২ ভোট!

আপডেট: জানুয়ারি ৬, ২০২২

বিজয় নিউজ:: পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৬ নম্বর ফলসী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নিমাই চাঁদ মণ্ডল মাত্র ৪২ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে চার হাজার ৬২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বজলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ফজলুর রহমান চশমা প্রতীকে পেয়েছেন চার হাজার ১৭৯ ভোট।

নির্বাচন কার্যালয় সূতে জানা যায়, হরিণাকুন্ডুর আট ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৩৯ হাজার ৩৮৭ জন। এরমধ্যে ফলসী ইউনিয়নে ভোটার সংখ্যা ১০ হাজার ৪২৬ জন। মোট নয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) ভোট পড়েছে আট হাজার ৮৪৪টি। বাতিল হয়েছে ১৬১ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনজনের মধ্যে তৃতীয় অবস্থানে নিমাই চাঁদ পেয়েছেন ৪২ ভোট। এর মধ্যে তিনটি কেন্দ্রে মাত্র একটি করে ভোট পেয়েছেন।

নৌকার প্রার্থী নিমাই চাঁদ মণ্ডল বলেন, ‘ফলসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। তারপরও কেন এমন হলো বলতে পারছি না। তবে এই ইউনিয়নে আওয়ামী লীগের দুটি পক্ষ আছে। দল থেকে নৌকা প্রতীক পেয়ে আশা করেছিলাম ভোটে জিতবো। মূলত আমি মানুষকে এক কাপ চাও খাওয়াতে পারিনি। খালি হাতে তো আর ভোট হয় না।’

বিজয়ী প্রার্থী বজলুর রহমান বলেন, ‘যিনি নৌকা প্রতীক পেয়েছিলেন তিনি জনবিচ্ছিন্ন ছিলেন। মানুষ তাকে পছন্দ করেনি। দল তাকে মনোনয়ন দিয়েছিল কিন্তু ভোটাররা তাকে পছন্দ করে না বলে আমাকে নির্বাচিত করেছেন।’

116 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন