২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ঝালকাঠির নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে বিরুদ্ধে দুর্নীতি ও কোচিং ব্যবসার অভিযোগ

আপডেট: এপ্রিল ১৮, ২০২২

মোঃ জহুরুল হক লস্কর,ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি জেলার ১০ নং নথুলাবাদ ইউনিনের নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানা যায় যে, বহুল আলোচিত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান সেন্টু একত্রে মুরগির ফার্ম খুলেছে সেখানে সময় ব্যয় করে। শিক্ষক যেখানে ছাত্র-ছাত্রীদের পাঠদান ও লেখাপড়া করানো কথা সেখানে সে ফার্মের ব্যাবসা করে। শিক্ষক পলাস রায়, নাছরিন লায়লা ও মুরালি মোহন মন্ডল বিদ্যলয়ের ক্লাস রুমে বসে কোচিং ব্যবসা করে আসছে। বিদ্যলয় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে করোনার টিকা দেওয়ার কথা বলে ৪০০ শত টাকা ও করনা কালিন বিদ্যালয় বেতন হাতিয়ে নেয় প্রায় ৩ লক্ষ টাকা । ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক এর যোগসাজসে সকলের অগোচরে তাদের মনগড়া সরকারী নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী জানায়-শিক্ষক পরিচয়ের আড়ালে তাহারা পারে না এমন কোন কু কর্ম নাই। প্রকৃত বিবরণ এই যে, পূর্ব হইতেই বিভিন্ন প্রকার অনিয়ম দূর্নিতীতে অন্তর্ভূক্ত থাকার কারণে বিশেষ করিয়া প্রধান শিক্ষক এর বিরুদ্ধে চেক ডিজঅনার্ড সহ কয়েকটি ফৌজদারী মোকদ্দমা এবং শিক্ষাবোর্ড বরাবরে বেশ কয়েকটি দরখাস্তও দাখিল করেন এলাকাবাসি যাহা বর্তমানে চলমান। অপরাপর শিক্ষকরা অতিসম্প্রতি শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা বর্হিঃভূত ভাবে এস.এস.সি. পরীক্ষার ফরম ফিলাপের জন্য শিক্ষার্থীদের নিকট হইতে অতিরিক্ত অর্থ আদায় করে এবং করোনা টিকা প্রদানের শর্তে প্রত্যেক শিক্ষার্থীর নিকট হইতে ৪ শর্ত টাকা করিয়া আদায় করে এবং নিয়মিক ক্লাস বাদ দিয়া নিজস্ব অর্থ লাভের প্রত্যাশায় কোচিং বানিজ্য বিদ্যালয়ের কক্ষেই পরিচালনা করে যাচ্ছে।বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির উদ্যোগে পরিচালিত মুরগির ফার্মে বসিয়া সময় ক্ষেপন করার অভিযো রয়েছে। বিদ্যালয় কোচিং নামে শিক্ষার্থীর কাছ থেকে ১৫০০ টাকা নেযা হয়। ক্লাশ চলা কালিন কোন কোচিং না করার সরকারী নিয়ম থাকলেও মানছে না বিদ্যালয়ের শিক্ষকরা। এই বিষয় প্রধান শিক্ষক মো: তোফাজ্জেল হোসেন এর মুঠো ফোন ০১৭৪০৬৩৫০১১ নম্বরে একাধিক ফোন করা হলে তার মুঠো ফোন বন্ধ পাওয়া যায়। তার সাথে যোগাযো করা সম্ভব হয়নি।

360 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন