১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

হিজলায় দেশীয় অস্ত্র সহ এক ডাকাত আটক

আপডেট: জুলাই ৩০, ২০২২

বিজয় নিউজ :: বরিশালের হিজলা উপজেলার দুর্গাপুর লঞ্চঘাট (থানার ঘাট) এলাকায়, ঘাটে বাঁধা ট্রলার মধ্যরাতে চুরি করতে গিয়ে জনতার হাতে দেশীয় অস্ত্র সহ আটক হয় মামুন দেওয়ান নামের এক ডাকাত।
স্থানীয় ইসমাইল সরদার জানান, শুক্রবার রাতে লঞ্চঘাটের দোকানে ছিলো ফরহাদ বেপারী। রাতে থানার ঘাট টু চরমেমানিয়ার যাত্রী পারাপারের ইস্টিল বডির দুটি ট্রলার প্রতিদিনের মতো ঘাটেই বাঁধা ছিলো। সে ট্রলারের কাছে অপরিচিত লোকের আনাগোনা দেখা যাচ্ছিল। বিষয়টি স্থানিয়দের অবহিত করেন তিনি।
তার মোবাইলে কল পেয়ে ইসমাইল সহ অনেক স্থানীয় লোকজন ঘাটে আসতে থাকে। পরে স্থানীয় লোকেরা দেশীয় অস্ত্র সহ মামুন দেওয়ানকে আটক করে। আটক লোকটির কাছ থেকে জানতে পারে তার সাথে আরো তিনজন ছিলো, তারা পালিয়েছে। আটক ব্যক্তির বাড়ি পার্শ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর খাজুরিয়া (বামনের চর) এলাকায়। স্থানীয়রা লোকটিকে আটকের পরে বড়জালিয়া ইউনিয়নের ইউপি সদস্য মুহাম্মদ আলীকে অবহিত করেন।
ইউপি সদস্য মুহাম্মদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি বিষয়টি হিজলা থানায় অবগত করেন। এর কিছুক্ষণ পরে এস আই সুলতান এবং আরো দুইজন পুলিশ সদস্য সহ ঘটনার স্থানে উপস্থিত হয়েছেন তিনি। রাতেই অস্ত্রসহ আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায় পুলিশ সদস্যরা।
হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া জানান, আটক লোকটির বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে ।

68 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন