২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

অবহেলিত বাবুগঞ্জ ও মুলাদীকে উন্নয়নের জন্য কাজ করতে হবে -ব্যারিস্টার ফুয়াদ

আপডেট: অক্টোবর ২৬, ২০২৫

শাহজাহান খান বাবুগঞ্জ থেকে  ঃ :আমার বাংলাদেশ (এবি) পাটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বরিশালের বাবুগঞ্জ-মুলাদীকে উন্নয়নের জন্য কাজ করতে হবে। দীর্ঘ ১৭ বছর বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় দায়সারা কাজ করায় উন্নয়ন কিছুই হয়নি।রোববার বিকালে উত্তর দেহেরগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, উত্তর দেহেরগতি এলাকার প্রায় ১০কিলোমিটার রাস্তা দীর্ঘ ২৫ বছর ধরে সংস্কারের অভাবে যানবাহন সহ এলাকাবাসী চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন আপনারা আমার সাথে থাকেন আপনাদের রাস্তার দুর্ভোগ পোহাতে হবে না। ব্যারিস্টার ফুয়াদ বলেন, রাজনীতি এখন জনগণের কল্যাণের হাতিয়ার হতে হবে, ব্যক্তিগত স্বার্থের নয়। এবি পার্টি একটি আদর্শিক ও গণমুখী দল—আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে চাই। এবি পার্টিকে ভোট দিয়ে জয়ী করেন, তবে বরিশাল-৩ আসনকে একটি মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তোলা হবে।ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগামী ডিসেম্বর মাসে মীরগঞ্জ ব্রিজের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন।

মোঃ বাদল মুন্সি সভাপতিত্ব বক্তব্য রাখেন এবি পার্টির জেলা যুগ্ন আহ্বায়ক সুজন তালুকদার, সদস্য সচিব জিএম রাব্বী, জেলা এবি পার্টি যুগ্ন সদস্য সচিব ডা. তানভীর আহমেদ,জেলা এবি পাটি যুগ্ন সদস্য সচিব রায়হান উদ্দিন,মুফতি মাওলানা মো ফারুক হোসেন, শিক্ষক লোকমান হোসেন, হানিফ সরদার, কাজী বাহারুল প্রমূখ। সভা শেষে ব্যারিস্টার ফুয়াদ স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।এর আগে তিনি সকালে মাধবপাশা ইউনিয়নের লাফাদি গ্রামে নূরানী মাদ্রাসা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন