২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালের হিজলার মেঘনায় চিনি বোঝাই  ট্রলার ডুবি-২

আপডেট: আগস্ট ১০, ২০২২

বিজয় নিউজ :: বরিশালের হিজলা উপজেলার কাইচমা এলাকার মেঘনা নদীতে পণ্যবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন হিজলা নৌ পুলিশের আই সি বিকাশ চন্দ্র দে। ট্রলারটিতে ৩ হাজার ৭শত ২০ বস্তা চিনি ছিল।

তিনি জানান, বুধবার ১০ আগস্ট সকাল সাড়ে দশটায় কাইমা এলাকার মেঘনা নদীতে ( এম ভিফারহান- ফাহিম ) নামের ট্রলারটি ঢেউয়ের তোড়ে ডুবে যায়। ট্রলারটিতে ৩৭২০ বস্তা চিনি নিয়ে সোনার গাও থেকে ভোলার উদ্দ্যেশ্যে যাচ্ছিল। ট্রলারে থাকা পাঁচ জন মাঝি মাল্লা নিরাপদে রয়েছেন বলে দাবি করছেন বিকাশদে।
তাৎখনিক খবর পেয়ে নৌ পুলিশ সদস্যরা দুর্ঘটনার স্থানে গিয়ে ট্রলারে থাকা পাঁচজন লোককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।কি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে সে বিষয় তাৎখনিক জানা সম্বব হয়নি। ট্রলারের কর্তৃপক্ষ আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণকরা হবে।

অপরদিকে হিজলার মেঘনার সাওড়া এলাকায় মাছ শিকার করতে গিয়ে  ৪ জেলে সহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। উদ্ধার অভিযানে থাকা নৌ পুলিশের এ এস আই জহিরুল ইসলাম জানান ১ জেলে নিখোজ ছিল। পার্শ্ববর্তী জেলেরা তাকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে একই দিন ৫টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মেঘনা উত্তাল রয়েছে।

116 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন