১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

এমপি পদ যাবে না পঙ্কজ ও রাঙ্গার

আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২২

 

বিজয় নিউজ :: দল থেকে অব্যাহতি দেওয়া হলেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই নেতার সংসদ সদস্যের পদ শূন্য হবে না বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, সংবিধানে পদত্যাগ ও দলের বিরুদ্ধে ভোট দেওয়ার বিষয়ে বলা হয়েছে। অব্যাহতির বিষয়ে কোনো কিছু বলা নেই। গতকাল দুই দলের দুই সংসদ সদস্যকে অব্যাহতি দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। সম্প্রতি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথকে দলীয় সব ধরনের পদ থেকে অব্যাহতি দিয়েছে। অন্যদিকে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও নিজ দলের এমপি (রংপুর-১) মশিউর রহমান রাঙ্গাকে প্রেসিডিয়াম সদস্যসহ সব ধরনের দলীয় পদ থেকে অব্যাহতি দেয়। অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানে বলা আছে, যে দল থেকে নির্বাচিত হয়েছেন, সে দল থেকে যদি কোনো সংসদ সদস্য পদত্যাগ করেন তাহলে তার সদস্য পদ শূন্য হবে। অথবা তিনি যদি সংসদে তার দলের বিপক্ষে কোনো বিষয়ে ভোট দেন তাহলে তার সংসদ সদস্য পদ চলে যাবে। তিনি বলেন, কিন্তু তাদের তো দল থেকে বের করে দেওয়া হয়নি। শুধু দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদে যেটা আছে- তারা সংসদে দলের বিরুদ্ধেও ভোট দেননি। সে কারণে তাদের সংসদ সদস্য পদ যাবে না।

গত বুধবার জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়। জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন। রাঙ্গা ২০১৮ সালের ৩ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২৬ জুলাই পর্যন্ত জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এর আগে ১২ সেপ্টেম্বর আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে। পঙ্কজ নাথ বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের এমপি। তিনি স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

156 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন