২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ধর্মপাশা ও মধ্যনগরে ফসল রক্ষাবাঁধের শুভ উদ্ধোধন

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২২

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ);; সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জ শাখার স্থানীয় কার্যালয় ধর্মপাশা ও মধ্যনগর পাউবোর সহকারী প্রকৌশলীদের যৌথ উদ্যোগে গতকাল ১৫ ডিসেম্বর ফসল রক্ষাবাঁধ বাস্তবায়নে শুভ উদ্ধোধন করা হয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ কার্যালয়ের উদ্যোগে আসন্ন বোরো মৌসুমে নির্বিঘেœ কৃষকদের সোনার ফসল ঘরে তুলার জন্য কাবিটার অর্থায়ানে ক্ষতিগ্রস্ত বাঁধের ভাঙ্গা বন্ধ করন ও পুনরাকৃতি করন প্রকল্পের কাজ বাস্তবায়নে, অর্থ বছরে উনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় সুনামগঞ্জ পওর বিভাগ-১, বাপাউবো উদ্যোগে গতকাল ১৫ ডিসেম্বর প্রকল্পের কাজ শুরু করে, ২৮ ফেব্রুয়ারী নির্মান কাজ শেষ করার কথা রয়েছে।
নবগঠিত মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, পানি উন্নয়ন বোর্ড পাউবোর সহকারী প্রকৌশলী মোঃ সানু আহমেদ এর উদ্যোগে গোড়াডুবা হাওরে ১নম্বর প্রকল্পের শুভ উদ্ধোধন করা হয়। এসময় মধ্যনগর বাজার বনিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, মধ্যরগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোবারক হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।
তারই ধারাবাহিকতায় গতকাল ফসল রক্ষা বেড়ীবাঁধ বাস্তবায়নের ধানকুনীয়া হাওর ১ নম্বর উপ-প্রকল্প বাস্তবায়নের শুভ উদ্ধোধন করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অলিদুজ্জামান, পাউবোর সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সালমুন হাসান বিপ্লব, কৃষি অফিসার মীর হাসান আল বান্না, স্থানীয় সাংসদের প্রতিনিধি আজারুল ইসলাম (দিদার পি.কে), সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্ধসহ অসংখ্য কৃষক উপস্থিত ছিলেন।

94 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন