৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

হিজলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা ফকরুলের উপর হামলা্ আহত ৫

আপডেট: মে ২৪, ২০২৩

 

হিজলা প্রতিনিধি :: বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউিনয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও মান্দ্রা বাজারের ব্যবসায়ী  ফকরুল ইসলাম বেপারীর উপর পুর্ব প্ররিকল্পিত হামলা চালায় স্থানীয় খলিল জমাদ্দার, আলমগীর মৃধা,বিপ্লব, জাকির মাঝী,ইসমাইল, হাবীব,কামাল,সিরাজ মামুন,মিরাজ সহ ২০/২৫ জনের একটি গ্রুপ। এমন অভিযোগ ফকরুল ইসলাম এর। তার দাবি এরা প্রত্যেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন এর অনুসারী।

ইউনিয়নের মান্দ্রা বাজারে ২৪ মে রোজ বুধবার বেলা ১২ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় অতর্কিত হামলা চালায় তারা। এরা দীর্ঘ দিন যাবত এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের অপরাধের সাথে জরিত। এদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি  জানান এলাকাবাসি।

স্থানীয় ইউপি সদস্য ফারুক মাঝি জানান, ফকরুলের উপর হামলা ন্যাক্কার জনক। তিনিও এর সঠিক বিচার চান। আহতদের দেখতে তাৎখনিক উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার দেখতে যান। তিনিও প্রকৃত দায়ীদের বিরুদ্দে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

হামলায় আহত ফকরুল ইসলাম বেপারী,মোজাম্মেল বেপারী,নুর হোসেন হাওলাদার, রাসেল বেপারী,মেহেদী হাসান সহ আহত ৫ জনকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া বলেন ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থল পরিদর্শন করেন হিজলা থানা পুলিশ। রাত ৯ টা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে দাবি ওসির। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

205 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন